২০২৩ সেশনে সীমিত আসনে বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সনে প্লে গ্রুপ – দশম শ্রেণি (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) পর্যন্ত ভর্তি ফরম বিতরণ ও ভর্তি চলছে।
=============================

করোনা মহামারী এবং অভিভাবকগণের আর্থিক অবস্থা বিবেচনা করে সাইফি ফাউন্ডেশন কর্তৃক বিশেষ বৃত্তি (ছাড়) প্রদান।

দূর্যোগ পরিস্থিতিতে নিয়মিত অনলাইন ক্লাস গ্রহণ।

পি ই সি, জেএসসি, এসএসসি ও এইচএসসি সকল পাবলিক পরীক্ষায় অত্র প্রতিষ্ঠানের নিজস্ব নামে সরাসরি অংশগ্রহণ।

প্রতি বছর সকল পাবলিক পরীক্ষায় সন্তোষজনক শিক্ষার্থীর সাধারণ ও মেধা তালিকায় বৃত্তি লাভ।

২০১৮ সালে এইচ.এস.সি পরীক্ষায় লালবাগ থানায় পাসের হার অনুযায়ী ৩য় স্থান অধিকারী প্রতিষ্ঠান।

অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা দ্বারা পরিচালিত। প্রতি ১০ জন শিক্ষার্থীর জন্য একজন গাইড শিক্ষক।

প্রতিদিন Feed Back (F.B.) ক্লাসের মাধ্যমে পড়া আদায় করা হয়।

ডিজিটাল হাজিরা (কার্ড প্রেজেন্ট পদ্ধতি) গ্রহণ ও উপস্থিত নিশ্চিতকরণ এসএমএস প্রদান।

নতুন সংযোজন শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণি কক্ষ।

কোন শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না।

প্রতি সপ্তাহে (রবিবার) ক্লাস টেস্ট নেয়া হয়।

প্রতি মাসের ১ম সপ্তাহে Parents’ Meeting এর মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

CCTV ক্যামেরা এবং নিরাপত্তা রক্ষি দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করণ।

ছাত্র/ছাত্রীদের যাতায়াতের জন্য স্কুল ভ্যানের ব্যবস্থা আছে।

সাইফি ফাউন্ডেশন কর্তৃক নবম শ্রেণিতে ভর্তি হওয়া প্রথম ৩০ জন শিক্ষার্থীকে বাৎসরিক ১৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

সাইফি ফাউন্ডেশন (শিক্ষা, সেবা ও জনকল্যাণমুখী স্বনির্ভর প্রতিষ্ঠান) কর্তৃক পরিচালিত।

১৯/২, শেখ সাহেব বাজার রোড, আজিমপুর (ছাপড়া মসজিদের দক্ষিণে), লালবাগ, ঢাকা-১২০৫।
================================
Email: safiridealcollege@gmail.com,

Phone: 02-223367104, Mob: 01712141870