Hot Line: 01712141870, 01740558977

SAFIR IDEAL SCHOOL & COLLEGE

১৯/২, শেখ সাহেব বাজার রোড, আজিমপুর, লালবাগ, ঢাকা-১২০৫।

বাংলা ও ইংরেজি ভার্সন

স্কুল কোড: ১৪৩৩, কলেজ কোড: ১২৭৪, EIIN No: 137786

২০২৩ সেশনে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণিতে

ভর্তি চলছে !
ভর্তি সংক্রান্ত পোস্টার, ব্যানার, লিফলেট
---------------------------------------
২০২৩ সেশনে সীমিত আসনে বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সনে প্লে গ্রুপ – দশম শ্রেণি (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) পর্যন্ত ভর্তি ফরম বিতরণ ও ভর্তি চলছে।
=============================
✅ করোনা মহামারী এবং অভিভাবকগণের আর্থিক অবস্থা বিবেচনা করে সাইফি ফাউন্ডেশন কর্তৃক বিশেষ বৃত্তি (ছাড়) প্রদান।
✅ দূর্যোগ পরিস্থিতিতে নিয়মিত অনলাইন ক্লাস গ্রহণ।
✅ পি ই সি, জেএসসি, এসএসসি ও এইচএসসি সকল পাবলিক পরীক্ষায় অত্র প্রতিষ্ঠানের নিজস্ব নামে সরাসরি অংশগ্রহণ।
✅প্রতি বছর সকল পাবলিক পরীক্ষায় সন্তোষজনক শিক্ষার্থীর সাধারণ ও মেধা তালিকায় বৃত্তি লাভ।
✅ ২০১৮ সালে এইচ.এস.সি পরীক্ষায় লালবাগ থানায় পাসের হার অনুযায়ী ৩য় স্থান অধিকারী প্রতিষ্ঠান।
✅ অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা দ্বারা পরিচালিত। প্রতি ১০ জন শিক্ষার্থীর জন্য একজন গাইড শিক্ষক।
✅প্রতিদিন Feed Back (F.B.) ক্লাসের মাধ্যমে পড়া আদায় করা হয়।
✅ ডিজিটাল হাজিরা (কার্ড প্রেজেন্ট পদ্ধতি) গ্রহণ ও উপস্থিত নিশ্চিতকরণ এসএমএস প্রদান।
✅নতুন সংযোজন শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণি কক্ষ।
✅ কোন শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না।
✅ প্রতি সপ্তাহে (রবিবার) ক্লাস টেস্ট নেয়া হয়।
✅ প্রতি মাসের ১ম সপ্তাহে Parents’ Meeting এর মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
✅ CCTV ক্যামেরা এবং নিরাপত্তা রক্ষি দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করণ।
✅ ছাত্র/ছাত্রীদের যাতায়াতের জন্য স্কুল ভ্যানের ব্যবস্থা আছে।
✅সাইফি ফাউন্ডেশন কর্তৃক নবম শ্রেণিতে ভর্তি হওয়া প্রথম ৩০ জন শিক্ষার্থীকে বাৎসরিক ১৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।
✅সাইফি ফাউন্ডেশন (শিক্ষা, সেবা ও জনকল্যাণমুখী স্বনির্ভর প্রতিষ্ঠান) কর্তৃক পরিচালিত।
🏠 ১৯/২, শেখ সাহেব বাজার রোড, আজিমপুর (ছাপড়া মসজিদের দক্ষিণে), লালবাগ, ঢাকা-১২০৫।
================================
Email: safiridealcollege@gmail.com,
📞 Phone: 02-223367104, Mob: 01712141870